রংপুর: বিএনিপর স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি পিআর পদ্ধতির পরিবর্তে দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থার ওপরই আস্থা রাখতে চায়।
ডা. জাহিদ আরও বলেন, এক শ্রেণির মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করতে পিআর পদ্ধতির দাবি তুলছে। যারা জনগণের নামে এই দাবি করছেন। আমি তাদের প্রথমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির আলোকে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।
এদিন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে আয়োজিত শোকসভা ছিল আবেগময়। আনিছুর রহমান গত ৮ অক্টোবর ঢাকা থেকে রংপুর ফেরার পথে বগুড়ায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম।
শোকসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। সভার শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে আনিছুর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুরের রাজনীতিতে এক পরিচিত মুখ। ১৯৮৭ সালে কারমাইকেল কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার পথচলা শুরু। ১৯৯৫ সালে তিনি জেলা ছাত্রদলের সভাপতি হন। ২০০৪ সাল থেকে এক যুগ ধরে যুবদলের জেলা সাধারণ সম্পাদক এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দলকে সংগঠিত করেছিলেন।