Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণের একমাত্র উপায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২২:০৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০০:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

খুলনা: জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয় নাই। সংস্কার যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনিভিত্তি নিশ্চিত করা যায় নাই। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণের একমাত্র উপায়। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে; ইনশাআল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে খুলনা নিউমার্কেট বাইতুন নুর চত্বরে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যে অশুভ রাজনীতির কারণে ছাত্র জনতার জীবন দিতে হলো, সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনোদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও বিএনপির বিরোধিতা আমাদের ভাবিয়ে তুলছে। তাই স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় যাননি। আপনাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে। দেশের ১৮ কোটি মানুষ আপনাদের পাশে থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। কঠোর হস্তে চাঁদাবাজ দমন করুন। লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশের জনগণ বরদাশত করবে না।’

সারাবাংলা/জিজি

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর