Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহবান ছেলের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:১৯

ঢাকা: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার এই আহবান জানান তিনি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে আজ জুম্মার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন- এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

অভিযোগ করে মিরাজুল মইন জয় বলেন, দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।

তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয়, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এর সঙ্গে যোগাযোগ করবেন। অযথা গুজবে বিভ্রান্ত হবেন না।

বিজ্ঞাপন

গণভোটের ব্যালট পেপার হবে রঙিন
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর