Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২৩:২১

পুনাকের উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে

ঢাকা: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর রমনার পুনাক ভবনে বণার্ঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিউটি পার্লারের উদ্বোধন করা হয়।

জানানো হয়, বিউটি পার্লারটি দেশের স্বনামধন্য মেকওভার আর্টিস্ট দ্বারা পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি থেকে তুলনামূলক সাশ্রয়ী দামে পুলিশের বর্তমান ও সাবেক নারী সদস্যসহ সাধারণ নারীরাও রুপচর্চার সেবা নিতে পারবেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব ও ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুনাক সভাপতি মিসেস আফরোজা হেলেন। তিনি বলেন, ‘আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোন বিউটি পার্লার নেই। এখানে (পুনাক ভবন) যেহেতু জায়গা আছে, নারী সদস্যরা যাতে রুপচর্চা করতে পারেন, সেই ভাবনা থেকেই পুনাকের উদ্যোগে এই বিউটি পার্লার করা হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্য শেষে পুনাকের সদস্য ও অতিথিরা কেক কেটে ওয়াটরফল মেকওভারের উদ্বোধন করেন। এরপরেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সংগীত পরিবেশনার পাশাপাশি নৃত্যের ছোঁয়া ছিল।

পুনাক জানায়, বিউটি পার্লারে সব ধরনের সেবা অতি সুলভ মূল্যে প্রদান করা হবে। এ ছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকেন। একইসঙ্গে পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও নিশ্চিন্তে এখান থেকে সেবা নিতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ওয়াটরফল মেকওভার পুনাক