বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর সর্দারপাড়ায় নিখোঁজের তিন দিন পর লুতফর রহমান (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্বজনরা জানায়, লুতফর রহমান তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডোবায় লাশ ভেসে ওঠার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।