Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০১:০৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:০৮

নিহত রাজু মিয়া

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন—আলমগীর হোসাইন (৩৮) ও আতোয়ার রহমান (৬০)।

নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালী বাজার এলাকার বাসিন্দা মেসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সুন্দরগঞ্জ–ঢাকাগামী সোনালী পরিবহন নামের একটি নাইট কোচ সুন্দরগঞ্জ পৌরসভার সদর মহিলা দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোভ্যানকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়ার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত দুই যাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত আতোয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আলমগীর হোসাইন বলেন, “আমরা ভ্যানে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলাম। হঠাৎ দ্রুতগতির বাসটি এসে আমাদের ধাক্কা দিলে ভ্যান উলটে যায়।”

থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএস

আহত গাইবান্ধা দুই ধাক্কায় নিহত বাসের ভ্যানযাত্রী