Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

সারাবাংলা ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ০৮:২৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৯:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে শহিদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। তখন তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। পরে ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদুল আলম ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বিজ্ঞাপন

আজ (শনিবার) ভোর সোয়া ৫টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হোন।

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধের উদ্দেশ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযাত্রায় অংশ নেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার (৮ অক্টোবর) তার নৌবহরের সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

পরে শহিদুল আলমসহ আটক অনেককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

সারাবাংলা/এনজে

শহিদুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর