Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপ বাছাইপর্ব
হংকংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল, অনুশীলনে নামবে কখন?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০৮:১৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:২০

হংকংয়ে মাটিতে পা রাখলন বাংলাদেশ

দেশের মাটিতে হংকংকে রুখে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। ৭ গোলের থ্রিলারে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪-৩ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হামজা চৌধুরীদের। এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগ খেলতে জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল এখন হংকংয়ে।

৯ অক্টোবর ঢাকায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-হংকং। হামজার গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত অন্তিম মিনিটের নাটকীয়তার ৪-৩ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই হারে অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলা স্বপ্ন।

হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের ফিরতি লেগ খেলতে গত ১০ অক্টোবর দুপুরে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। থাইল্যান্ডে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ১০ টায় হংকংয়ে পা রাখেন হামজা-জামালরা।

বিজ্ঞাপন

হংকংয়ে বাংলাদেশকে দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। জানা গেছে, একদিন বিশ্রাম নেওয়ার পরেই অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ। কাগজে কলমে মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

বিজ্ঞাপন

টানা দুই কার্যদিবস সূচকে পতন
২২ জানুয়ারি ২০২৬ ১৬:২৫

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর