Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১২ অক্টোবর) মধ্যপ্রাচ্যে যাচ্ছেন গাজায় যুদ্ধবিরতির শান্তি চুক্তি উদযাপন করতে। তিনি প্রথমে ইসরায়েল এবং পরে মিশর সফর করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই সম্মেলনের আয়োজন করছেন এবং ইউরোপ ও আরব বিশ্বের নেতাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনটি আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল শেখে অনুষ্ঠিত হওয়ার কথা।

এই সম্মেলনে অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প রোববার (১২ অক্টোবর) রাতে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার (১৩ অক্টোবর) সেখানে ভাষণ দেবেন। এরপর মিশরে গিয়ে গাজা চুক্তির আনুষ্ঠানিক সই অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর