Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়াকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে চোখ আনচেলত্তির

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০৯:৩৩

কার্লো আনচেলত্তি

ছন্নছাড়া এক ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার দায়িত্ব নেওয়ার পর দল জয় পেলেও কী যেন একটা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেলেসাওদের খেলা! অবশেষে কার্লো আনচেলত্তির ব্রাজিল জিতল ব্রাজিলের মতোই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলের দুর্দান্ত এক জয় বহুদিন পর মন ভরিয়েছে হলুদ জার্সির সমর্থকদের। এমন দাপুটে জয়ের পর ব্রাজিল কোচ আনচেলত্তি বলছেন, দলের সবার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে।

দক্ষিণ কোরিয়ার সিউলে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। এস্তেভাও, রদ্রিগো পেয়েছেন জোড়া গোল। ভিনিসিয়াস জুনিয়র বল জালে জড়িয়েছেন একবার। ব্রাজিল দলের গতি, ছন্দ, কৌশল এবং নিজেদের মধ্যে বোঝাপড়া; সবকিছুই ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। আনচেলত্তি তাই ম্যাচের পর জানালেন, সবাই বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছে, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে চাই, তাহলে প্রত্যেক খেলোয়াড়ের চিন্তা একটাই হতে হবে—জয়। আমি চাই না কেউ ‘বিশ্বসেরা’ হওয়ার কথা ভাবুক। আমি চাই সবাই ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করার কথাই ভাবুক।’

২০২২ বিশ্বকাপের পর ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। আনচেলত্তি  তাই দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি, ‘দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। যখন দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো যায়, বিশেষ করে রক্ষণভাগ যদি দৃঢ় থাকে, তখন খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা আরও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। দল আজ সত্যিই ভালো খেলেছে। রদ্রিগো দারুণ ছিল, এস্তেভাও অসাধারণ খেলেছে। আক্রমণভাগে আমাদের অনেক বৈচিত্র্য আছে এবং আক্রমণে নানা রকম সমাধান আছে। আজ আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে পেরেছি।’

আগামী ১৪ অক্টোবর আজিনোমতো স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি ব্রাজিল

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তির ছোঁয়া
১১ অক্টোবর ২০২৫ ১০:২৬

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর