Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের ঝিকরগাছায় হাঁসের খামার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০৯:২৪

উদ্ধার করা দেশীয় অস্ত্র।

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। অভিযানে ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ টিম অংশ নেয়।

অভিযান শেষে পুলিশ জানায়, খামারটিতে অভিযান চালিয়ে হাসুয়া, রামদা, দা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, রেঞ্চ, করাত, যৌনতা-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম, মদের বোতল, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা ও পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল একটি অপরাধী সিন্ডিকেট। এই চক্রটি দেহব্যবসা, পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও খামার মালিক সোহাগ পালিয়ে যায়। অভিযুক্ত ফার্ম মালিক সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

আটকরা হলেন, কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুব, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে হাসিব, মণিরামপুর উপজেলার ঝাপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী এবং শিমুল হোসেন।

স্থানীয়রা জানান, ঐ হাঁসের ফার্ম ও মাছের ঘেরটি অনেকদিন ধরেই সন্দেহজনক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। রাত হলেই সেখানে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যেতো। বাঁশঝাড়ের আড়ালে তৈরি টঙঘরগুলো ছিল অপরাধীদের নিয়মিত আড্ডাখানা।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর