ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে এলিসি প্রাসাদ জানিয়েছে, লেকর্নু এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েছেন।
৩৯ বছর বয়সী লেকর্নু গত সোমবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন, মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়ার পর। এবার তাকে নতুন সরকার গঠন ও চলতি বছরের মধ্যে দেশের বাজেট পাসের দায়িত্ব দেওয়া হয়েছে।
লেকর্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি দায়িত্ববোধ থেকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দেওয়া এই দায়িত্ব গ্রহণ করছি। বছরের শেষের মধ্যে বাজেট পাস করানো এবং নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানই এখন আমার অগ্রাধিকার।’
এর আগে ম্যাক্রোঁ শুক্রবার প্রেসিডেন্ট ভবনে সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন, তবে ডানপন্থী ন্যাশনাল র্যালি ও বামপন্থী ফ্রান্স আনবাউড দলকে আমন্ত্রণ জানাননি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ডানপন্থী রাজনীতিবিদরাও এখন লেকর্নুর সরকারে যোগ দিতে আগ্রহী নন, ফলে তার সামনে মন্ত্রিসভা গঠনের বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।