যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন যা বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের উপরে প্রযোজ্য হবে। শুক্রবার (১০ অক্টোবর) এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন।
শুক্রবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘যুক্তরাষ্ট্র চীনের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্কের অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এছাড়া ১ নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানিতেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।’
এর পরেই ট্রাম্প আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন বলে জানা গেছে।
ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস নামে। শুক্রবার ডাও জোন্স সূচক ৮৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমে বন্ধ হয়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়ে ২ দশমিক ৭ শতাংশ এবং প্রযুক্তি নির্ভর নাসডাক সূচক কমে ৩ দশমিক ৫ শতাংশ।
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি। যদিও সম্প্রতি মেক্সিকো যুক্তরাষ্ট্রে সর্বাধিক পণ্য রফতানিকারক দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে, তবুও যুক্তরাষ্ট্র এখনো শত শত বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর নির্ভরশীল। বিশেষত ইলেকট্রনিক্স, পোশাক ও আসবাবপত্রের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের শুল্ক হার কমিয়ে আনে। চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ থেকে ১০ শতাংশে নামায়, আর যুক্তরাষ্ট্র ১৪৫ থেকে ৩০ শতাংশে। ফলে দুই দেশের শেয়ারবাজারেই উত্থান দেখা দেয়।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজে পরিবাহিত পণ্যের ওপর অতিরিক্ত ফি আরোপ করা হবে। এর জবাবে চীনও মার্কিন জাহাজের ওপর একই ব্যবস্থা নিয়েছে, যা শুক্রবার কার্যকর হয়েছে।