Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১১:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:৫১

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে পুকুরে ভাসমান মরদেহটি স্থানীয়দের চোখে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসপাতাল এলাকার পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আজিজ জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ সময় একটি বাটন মোবাইল ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় শনাক্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাটি তদন্ত করছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

সারাবাংলা/ইআ

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর