Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে র‍্যাবের পিকনিকের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১২:২৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৭

সংঘর্ষের পরে বিপর্যস্ত বাস।

পটুয়াখালী: র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ র‍্যাবের গাড়ির ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা নামক এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভারের নাম এ এস আই আলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বরিশাল ফিরছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং র‍্যাবের গাড়িতে থাকা ২২ জন আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময় র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন,’আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

সারাবাংলা/এসডব্লিউ

আহত ২২ বাসের সংঘর্ষ র‍্যাবের গাড়ি শিশু নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর