Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাববেন আপনিই কেন্দ্রের চীফ ইলেকশন কমিশনার— প্রিসাইডিং অফিসারদের সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:০১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো: ভোটের দিন প্রিসাইডিং অফিসারদের নিজেকে ভোটকেন্দ্রের ‘চীফ ইলেকশন কমিশনার’ ভাবার পরামর্শ দিয়ে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা, এমন কথাও বলেছেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচনি প্রশিক্ষণ সংক্রান্ত এক কর্মশালায় এসব কথা বলেন সিইসি। এতে ৭০ জন নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আছে। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা বিষয় থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে জটিল। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

এক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরে তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল’ এবং ‘ইমার্জেন্সি রেসপন্স ইউনিট’ গঠন করছে, যাতে যে কোনো জায়গায় তাৎক্ষণিক যোগাযোগ ও ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআইভিত্তিক অপপ্রচার মোকাবিলায়ও একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

প্রিসাইডিং অফিসারদের ভূমিকা ভোটগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, ‘আপনি যে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, আপনি মনে করবেন আপনি সেই কেন্দ্রের চীফ ইলেকশন কমিশনার। আপনি সেভাবে ক্ষমতা প্রয়োগ করবেন। আইনের মধ্যে প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। আপনারা সেটা প্রয়োগ করবেন। প্রয়োজনে সেন্টার বন্ধ করে দেবেন, ২-৩ টা সেন্টার, প্রয়োজনে পুরো আসনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’

প্রিসাইডিং অফিসারদের সুরক্ষা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আপনাদের পেছনে আছে। আমরা সহজে ছাড়ার পাত্র নই। আপনাদের সুরক্ষা আমরা দেব। আপনারা শুধু নিরপেক্ষ থেকে সর্বোচ্চ ক্ষমতাটা প্রয়োগ করবেন। কারণ আপনারা যদি নিরপেক্ষ না থাকেন, মানুষ যদি মনে করে যে আপনি বিশেষ কোনো প্রার্থী বা দলের পক্ষে কাজ করছেন, তাহলে সমস্যা হবে। দায়িত্বে অবহেলা করলে সেটি আর সহনীয় থাকবে না।’

এবারের নির্বাচনে নির্বাচন কমিশন আইনের শাসন ও নিরপেক্ষতার প্রকৃত উদাহরণ উপস্থাপন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই, জনগণ এমন একটি নির্বাচন দেখুক যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা থাকবে। আর সবাই বিশ্বাস করবে, আইন সবার জন্য সমান। নির্বাচন কমিশনের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, যেখানে প্রতিটি ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।’

রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশে আইন ও গণতন্ত্র এখনো টিকে আছে। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ নির্বাচন আয়োজন করব।’

নগরীর আসকার দিঘীর পাড়ে চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও সচিব কে এম আলী নেওয়াজ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/ইআ

এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর