Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৪

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু মমিন তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের বিলের নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার শিশু মতিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর