যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মধ্যে জীবিত ২০ জন ও মৃত ২৮ জনের মরদেহ সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাবে। এই বিনিময়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সোমবার হামাস মোট ৪৮ জন ইসরায়েলি বন্দিকে (জীবিত ও মৃত উভয়) মুক্তি দেবে, এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেবে।
ট্রাম্প জানান, তিনি এই সপ্তাহান্তে কায়রো সফর করবেন এবং পরে ইসরায়েলি সংসদ ‘কনেসেট’-এ ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্র-সুবিন্যস্ত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব বন্দিকে মুক্তি দিতে হবে। শুক্রবার ভোরে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন করে, এবং দিন শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করে।