টাঙ্গাইল: প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের প্রবীণদের নিয়ে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের সভাপতিত্বে প্রবীণ সমাবেশে বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. আজিমুদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু প্রমুখ।