ময়মনসিংহ: ময়মনসিংহে পরিবহন শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্রদের দ্বন্দ্বে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কে অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে নগরীর মাসকান্দায় আন্তঃজেলা বাস টার্মিনালে অবস্থান নেয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
এসময় জুলাই অভ্যুত্থানের শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধের দাবি জানায় তারা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
এতে ঢাকাগামী যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনা সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।