ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে এসে নয় বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম।
নিহত আইমান (৯) সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ চলছিল। আজ সকালে সাঁতার শিখতে এসে সহপাঠীদের সঙ্গে পুকুরে নামে আইমান। একপর্যায় পুকুরে ডুবে যায় সে। পরে আইমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ারে আলম জানায়, উপজেলা পরিষদের পুকুরে তিন শিফটে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ চলছিল। সে প্রথম শিফটের শিক্ষার্থী ছিল। হঠাৎ সে পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পরে আইমানকে পুকুর থেকে উদ্ধার করে। পরে শিশুটির মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে সে ব্যাপারে তিনি কিছুই বলতে জানেন না।