Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩০

ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেন জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি শনিবার (১১ অক্টোবর) নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শুক্রবার (১০ অক্টোবর) ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরান ইশরাক হোসেন। নুসরাত হলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাকের মা ইসমত হোসেন জানান, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পরানোর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকায়। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন এবং পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

২০১১ সালে উচ্চশিক্ষা শেষ করে তিনি যুক্তরাজ্যে কিছুদিন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে তিনি তার প্রয়াত পিতা সাদেক হোসেন খোকার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে সক্রিয়ভাবে যুক্ত। তার এই নতুন জীবনের যাত্রায় দলীয় সহকর্মীসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/জিজি

ইশরাক হোসেন বাগদান সম্পন্ন