Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:১৮

তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সারাবাংলা

বরিশাল: বরিশালে একটি পোশাক তৈরির কারখানা থেকে রমজান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সিটি মার্কেটের তৃতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎নিহত রমজান পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা ও ফজলুল হক এভিনিউ এলাকার একটি টেইলার্সের সেলাই কারিগর ছিলেন।

‎ওই টেইলার্সের কর্মচারীরা জানান, রমজান কারখানায় কাজ করত এবং সেখানেই থাকতো। আজ শনিবার সকালে কারখানায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

‎ওই টেইলার্সের মালিক লিয়াকত সিকদার বলেন, রমজান গত চার মাস ধরে তার কারখানায় কাজ করছিলেন এবং রাতে একাই সেখানে ঘুমাতেন। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও সবসময় চিন্তিত থাকতেন। তিনি প্রায়ই বলতেন তার স্ত্রী তাকে ভয়ভীতি দেখান। তার দাবি, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি থেকেই রমজান আত্মহত্যা করেছেন।

‎এ বিষয়ে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, রমজানের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

‎তিনি আরো জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর