Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র হালাল সার্টিফিকেশন বোর্ড গঠনের দাবি ডিসিসিআই’র

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:১৮

ঢাকা: বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশ রফতানি করছে মাত্র ৮৫০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ডলারের হালাল পণ্য— যার বেশিরভাগই কৃষিভিত্তিক। কার্যকর হালাল ইকো সিস্টেম ও আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন বোর্ডের অভাবে দেশের বিশাল সম্ভাবনাময় এই খাতের কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না । এমতাবস্থায়  আন্তর্জাতিক হালাল শিল্পের বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে স্বতন্ত্র হালাল সার্টিফিকেশন বোর্ড গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ‘ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ডিসিসিআই)।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলস্থ ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের হালাল শিল্পখাতের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভায় প্রধান আলোচনায় ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এ দাবি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বৈশ্বিক হালাল বাজার ৯.৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। অথচ বাংলাদেশে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমরা এ খাতে পিছিয়ে আছি। আন্তর্জাতিক মান বজায় না রাখা, সার্টিফিকেট প্রাপ্তির জটিলতা, আধুনিক ল্যাবের অভাব, দক্ষ জনবল সংকট- সব মিলিয়ে হালাল ইকো সিস্টেম গড়ে উঠছে না।

রাজিব এইচ চৌধুরী বলেন, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই হালাল সার্টিফিকেট দিলেও এর আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত। তাই স্বতন্ত্র হালাল সার্টিফিকেশন বোর্ড গঠন এখন সময়ের দাবি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটি’র মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মমিনুল ইসলাম।
তিনি বলেন, দেশে হালাল পণ্যের সার্টিফিকেশন দুই প্রতিষ্ঠানের (ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই) মাধ্যমে হওয়ায় জটিলতা তৈরি হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ, সমন্বিত নীতিমালা ও দক্ষ জনবলের অভাবও বড় চ্যালেঞ্জ।

সভায় আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিডা’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আরিফুল হক, ইপিবি’র মহাপরিচালক মিসেস বেবী রাণী কর্মকার, বিএসটিআই’র উপ-পরিচালক (হালাল সার্টিফিকেশন) এস এম আবু সাইদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মো. আবু সালেহ পাটোয়ারী, বেঙ্গল মিটের এজিএম সায়েদুল হক ভূইয়্যা, মেটামরফোসিসের ব্যবস্থাপনা পরিচালক সাদিক এম আলম এবং প্যারাগন গ্রুপের সহকারী ম্যানেজার (এক্সপোর্ট) মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় ডিসিসিআই সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারবাংলা/আদিল/এসআর

-ছবি : সারাবাংলা ঢাকা চেম্বার হালাল পণ্য রফতানি