Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর বাড়ির বাইরে বের হতে পারেননি পরীমণি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৬:২৫

অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ—সবমিলিয়ে তার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। শরীরও সব সময় সঙ্গ দেয়নি। করোনার সময়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন নায়িকা। সে কথা যে সবাই জানতেন, তা নয়। প্রায় দেড় বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন পরী। কী হয়েছিল তার?

সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বষয়টা খোলসা করলেন অভিনেত্রী। এমনিতে সবাই পরী’র মাথায় ঘন কালো চুল দেখে অভ্যস্ত। তিনি চুল কাটাতে পছন্দ করেন না। কিন্তু, করোনার সময় আচমকাই মাথার একদিক থেকে অনেকটা চুল উঠে যায় তার। যা নিয়ে খুবই চিন্তায় পড়েছিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘চুল আমার খুব প্রিয়। তাই কাটাইও না। সেখানে মাথার অনেকটা অংশের চুল উঠে গিয়েছিল। টাক বলা যাবে না, তবে চামড়াটা কী রকম যেন হয়ে গিয়েছিল। সেটাকে কী করে ঢাকবো বুঝতেই পারছিলাম না। এখন অবশ্য ঠিক হয়ে গেছে। পুরোপুরি সুস্থ আমি। প্রায় দেড় বছর লেগেছে। এই সময়টা বাড়ির বাইরে বের হতে পারিনি। এই রোগটার নাম অ্যালোপেসিয়া।’ শুধু নারীদের ক্ষেত্রে নয়, এমনটা অনেক সময় ছেলেদের দাড়িতেও হয়ে থাকে। আপাতত পরীমণি সুস্থ। মাঝে জ্বরেও ভুগেছেন খুব। এখন ছেলেমেয়েকে নিয়ে আনন্দে রয়েছেন তিনি।

সারাবাংলা/জিজি

পরীমণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর