Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ বছরে বন্ধ থাকার পর ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট


১১ অক্টোবর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: কোভিডকালীন সময়ে বন্ধ থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট আধুনিকায়ন ও পুনরায় চালু করা হয়েছে।

শনিবার (১১অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশতলায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিড শুরুর পর থেকে ঢাকা মেডিকেলের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল, তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে। এরপর ২০২৩ সালে যখন চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে চালু করা সম্ভব হয়নি। আজ সম্পূর্ণরূপে এটি চালু করা হলো।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই চিকিৎসাটি একটি ব্যয়বহুল চিকিৎসা, সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড এডুকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে- যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নেবেন না। যাদের সামর্থ্য নাই, তারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা নেবেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, এটা আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট। এখানে সব ধরেনের ল্যাব ফ্যাসিলিটিজ আছে। এবং আমাদের দেশের দুই জায়গা চট্রগ্রাম ও স্যার সলিমুল্লাহ থেকে দুইজন দীর্ঘমেয়াদি প্রশিক্ষক আছেন। সেই দু’জন প্রশিক্ষিত হেমাটোলোজিস্টের তত্ত্বাবধানে এবং ঢাকা মেডিকেলে একজন আছেন- তাদের দ্বারা এটি চলবে।

তিনি বলেন, বাংলাদেশে সরকারে কর্মরত হেমাটোলজিস্টদের মধ্যে বিএমটি ট্রেইন যারা আছেন, তাদের সবাইকে একত্রিত করে এই সেন্টার চালু করা হয়েছে। আমরা আশা করি, এটি একটি টেকনিক্যাল বডি হিসেবে কাজ করবে। এখানে বর্তমানে ৫ জন ভর্তি আছে। আশা করি এক থেকে দুই সপ্তাহের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাবে। আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বিএমটি এখানে হবে।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচকলক ডা. মো. আসাদুজ্জামান, উপ পরিচালক ডা. মোঃ আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা /এসএসআর/এসআর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট

বিজ্ঞাপন

চোট পাওয়ার নাটক করেছে রিচা!
১১ অক্টোবর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর