ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর পুলিশের টিয়ারশেল নিক্ষেপে সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় জাপার নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাপার নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ জলকামান নিয়ে এসে হামলা করে পুলিশ। এর পর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ এসে ব্যানার খুলতে শুরু করলে উত্তেজিত কর্মীরা তাদের বাধা দেয়।
তবে পুলিশ বলছে, রাস্তার দুইপাশ বন্ধ করে জাতীয় পার্টি কর্মী সমাবেশ করছিল। এতে যানজটে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। তার মধ্যে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সবমিলিয়ে সমাবেশস্থলে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ আরও বলছে, সমাবেশে ককটেল বিস্ফোরণের পর পরই পুলিশ অ্যাকশনে যায়। জলকামান দিয়ে পানি ছুড়লে সবাই চলে যায়। এর পর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তখন ধাওয়া পালটা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘সমাবেশস্থলে আপাতত বিশৃঙ্খলা চলছে। সবকিছু পুলিশ পর্যবেক্ষণ করছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছে। ফলে কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়েছে পুলিশ।’
উল্লেখ্য, দলটির কর্মী সমাবেশে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ঘটনার সময় জিএম কাদেরসহ নেতারা অস্থায়ীভাবে করা মঞ্চে উপস্থিত থাকলেও সংঘর্ষের সময় তারা সেখান থেকে সরে যান।