Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর পদ্ধতি অনুসরণ করলে বৈষম্য দূর হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

নীলফামারী: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন নীলফামারী পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদিম, নীলফামারী চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ, জেলা খেলাফত মজলিসের সভাপতি সালাম হোসেন এবং জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।

বিজ্ঞাপন

বক্তারা পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেন জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের ব্যবস্থা, স্বৈরাচারপন্থী দলসমূহ, বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘পিআর পদ্ধতি অনুসরণ করলে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। এতে বৈষম্য দূর হবে, স্বৈরতন্ত্রের জন্ম বন্ধ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।’

সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, ‘পাঁচ দফা দাবি বাস্তবায়নে গত ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি চলছে। রোববার প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। তৃণমূলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।’

মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতবিনিময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর