নীলফামারী: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শিক্ষকরা এমপিভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাতা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা, ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা চালু করা, এবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তি নিশ্চিতের দাবি তুলে ধরেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। এভাবে আর বঞ্চিত থাকতে চাই না।’
এ ছাড়াও, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ছাদের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক।
এ সময় বক্তব্য দেন ডিমলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী আলিয়া মাদরাসার সুপার আবু মুসা, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানসহ জেলা ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-নেতারা।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।