গাজীপুর: আওয়ামী লীগকে দেশে ও বিদেশে পুনর্বাসনের লক্ষ্যে এক গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বড় বড় সমাবেশ কিংবা সভা-সমিতি করেও আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। অথচ এখন তাদের পুনর্বাসনের জন্য দেশে-বিদেশে চলছে গভীর ষড়যন্ত্র।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য। দীর্ঘ ১৬ বছর নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপি টিকে আছে। এখন দল ঘুরে দাঁড়িয়েছে, জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে এ দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।’
রিজভী আহমেদ আরও বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধীতা করেছে কিংবা দেশের বিরুদ্ধে কাজ করেছে, জনগণ কখনও তাদের সমর্থন করবে না। বিএনপি আজও টিকে আছে জনগণের ভালোবাসায়।’
অনুষ্ঠানে বড় পর্দায় (এলইডি স্ক্রিনে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকলেও মন-প্রাণে সবসময় বাংলাদেশের সঙ্গেই আছি। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান, প্রভাষক বশির আহমেদ, সুরুজ আহমেদ, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, সাইফুল ইসলাম টুটুল, হুমায়ুন কবির রাজু, আরিফ হোসেন হাওলাদার, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, রুহানুজ্জামান শুক্কুরসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের হাতে দলের নিয়ম অনুযায়ী সদস্য ফরম বিতরণ করা হয়। নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।