Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:২০

ছবি: সংগৃহীত

সুদানের আল-ফাশির শহরে একটি আশ্রয়কেন্দ্রে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’র (আরএসএফ) ড্রোন ও আর্টিলারি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (১১ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এই নিশ্চিত করা হয়েছে।

দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাঁটি আল-ফাশির বর্তমানে আরএসএফ-এর অবরোধের মুখে রয়েছে এবং তারা শহরটির নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

এই অবরোধের ফলে শহরে ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি, আরএসএফ-এর অবিরাম ড্রোন ও আর্টিলারি হামলায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র, মসজিদ, হাসপাতাল ও ক্লিনিকগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটিজ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও মৃতদেহ পড়ে আছে। আশ্রয়কেন্দ্রের ক্যারাভ্যানগুলোর ভেতরে শিশু, নারী ও বয়স্কদের গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে।

পরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আশ্রয়কেন্দ্রটিতে দুইবার ড্রোন হামলা এবং আটবার আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে।

অ্যাক্টিভিস্ট দলটি আরও জানিয়েছে, এই হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাসিন্দারা বলেন, ‘নিরাপত্তার জন্য তারা নিজেদের বাড়ি ও পাড়ায় মাটির নিচে বাঙ্কার তৈরি করেছেন।

রেজিস্ট্যান্স কমিটি জানায়, সহিংসতা, ক্ষুধা ও রোগের কারণে শহরটিতে গড়ে প্রতিদিন ৩০ জন মানুষ মারা যাচ্ছেন।

সারাবাংলা/এইচআই

আরএসএফ আল-ফাশির ড্রোন হামলা নিহত সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর