রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, উপদেষ্টা পরিষদের কাছে জনগণের প্রত্যাশা শুধু ক্ষমতা হস্তান্তর নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালনের মধ্য দিয়ে তাদের ‘নিরাপদ প্রস্থান’ (সেফ এক্সিট) সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উপদেষ্টারা যদি পলায়নপর মানসিকতায় শুধু ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব শেষ করতে চান, তবে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। জনগণ তাদের যে দায়িত্ব দিয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনে কোনো ফাঁকি থাকা চলবে না।’
জাতীয় নির্বাচন ও জোট নিয়ে এনসিপি’র অবস্থান ক্লিয়ার করেন আখতার হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে কোনো দলের সঙ্গে জোট গঠন নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি।
তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে জোটের প্রয়োজন দেখা দিলে এবং আদর্শিকভাবে মিল থাকলে আমরা জোট গঠনের ব্যাপারে উন্মুক্ত। তবে এটি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই হবে।’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার আশ্বাস দিয়েছে। গণভোটের মাধ্যমে সংসদকে ক্ষমতা দিয়ে সনদের বিষয়গুলো সংবিধানে টেকসইভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এনসিপি জুলাই সনদের অর্জনকে ধরে রাখতে এর স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মতো একপেশে বা কোনো দলের পক্ষে কথা বলার প্রবণতা সরকারের থাকা উচিত নয়। সনদের বাস্তবায়নে যেসব বিষয় এখনো স্পষ্ট নয়, সেগুলো জনগণের প্রত্যাশার ভিত্তিতে আইনি কাঠামোয় রূপান্তর করতে হবে, কোনো দলের নির্দেশনায় নয়।’
নির্বাচনের প্রস্তুতিতে নিরপেক্ষ প্রশাসন ও সংস্কার জরুরি উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘আগামী নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে এবং বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে।’
তিনি বলেন, ‘এগুলো না হলে নির্বাচনকে একটি মহোৎসবে রূপ দেওয়া সম্ভব হবে না। সরকারের প্রস্তুতি ফ্যাসিবাদ বিরোধী সব দল ও জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।‘
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সময়ে খুন, গুম, ও বন্দি রাখার সঙ্গে জড়িত সেনাবাহিনী, ডিজিএফআই, ও র্যাবের সিনিয়র কর্মকর্তাদের অনেকেই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি।’ যারা এখনো গ্রেফতার হয়নি, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
পরে আখতার হোসেন রংপুর নগরীর ছোট নুরপুর কবরস্থানে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলার আহ্বায়ক আসাদুল্লাহ গালিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ দলের অন্যান্য নেতারা।