Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী জিহাদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:৩২

জিহাদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ এখন দেশের গর্ব। মাত্র দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এই মেধাবী শিক্ষার্থী প্রতিরক্ষা কাজে ব্যবহারের উপযোগী রোবট ‘হেক্সাগার্ড রোভার’ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে স্বর্ণপদক। তার এই অসামান্য অর্জনে গর্বিত পুরো দর্শনা, গর্বিত বাংলাদেশ। তার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি (২১-২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)’-এ অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক উদ্ভাবনী দল।

বিজ্ঞাপন

সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে জিহাদের ‘হেক্সাগার্ড রোভার’ বিচারকদের দৃষ্টি কাড়ে তার উদ্ভাবনের অভিনব নকশা ও প্রেজেন্টেশনের জন্য। প্রতিরক্ষা ও রোবোটিক্স ক্যাটাগরিতে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে জিহাদ স্বর্ণপদক অর্জন করে।

‘হেক্সাগার্ড রোভার’ এটি এমন একটি আধুনিক প্রতিরক্ষা রোবট, যা সীমান্ত নজরদারি, উদ্ধার অভিযান, এমনকি বিপদজনক এলাকায় তথ্য সংগ্রহে কাজ করতে সক্ষম। জিহাদের এই উদ্ভাবন শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতারও ইঙ্গিত বহন করে।

এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে জিহাদের সঙ্গে সাক্ষাৎ করতে তার দর্শনার বাড়িতে যান সংগঠনটির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান। তারা তরুণ উদ্ভাবকের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমরা বিএনপি পরিবার’-এর পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ এই উদ্ভাবকের প্রতি প্রশংসা জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

জিহাদ বলেন, ‘আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা, যা দেশের কাজে লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড়াতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। জিহাদের এই অর্জন প্রমাণ করে সুযোগ ও প্রেরণা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।’

সারাবাংলা/জিজি

আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী জিহাদ আমরা বিএনপি পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর