Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২২:০৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:২৫

প্রতীকী ছবি

বগুড়া: জেলার শেরপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে হৃদয় হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ রহমাননগর এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ওই স্কুল ছাত্রের সন্ধান মেলেনি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ হৃদয় হাসান উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি অষ্টম শ্রেণির ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রহমাননগর গ্রামের হৃদয় হাসান, নীরব হোসেন ও সৌরভ আহম্মেদ নামের তিন বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর এক পাশ থেকে আরেক পাশ পার হয়ে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে দুই বন্ধু তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সৌরভ নামের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হৃদয়কে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া সৌরভ আহম্মেদ বলেন, ‘তারা তিন বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এর মধ্যে নীরব সাঁতার না জানলেও সে নদীর কিনারায় যেতে সক্ষম হন। কিন্তু আমরা দুইজন সাঁতার জানলেও নদীর পানির স্রোতে ভেসে যাই। স্থানীয়দের সহযোগিতায় আমি উদ্ধার হলেও হৃদয় হাসান নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।’

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারে নদীতে অভিযান শুরু করেন। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব না হওয়াই রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে আনা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

উদ্ধার নদীতে ডুবে নিখোঁজ নিখোঁজ বগুড়া স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর