কুমিল্লা: কুমিল্লা নিয়ে আপত্তিকর স্লোগানের ঘটনায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক সূত্র জানায়, ঢাকায় নোয়াখালী বিভাগ করার দাবির কর্মসূচি শেষে নোয়াখালীর কয়েকজন অংশগ্রহণকারী বাসে ফেরার পথে কুমিল্লায় এসে জানালা দিয়ে কুমিল্লা নিয়ে অশোভন স্লোগান দিতে থাকেন। এতে ক্ষোভে ফেটে পড়েন কুমিল্লার বিভাগ আন্দোলনের কর্মীরা। লালসবুজ পরিবহনের বাসটি পদুয়ারবাজার এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধরা সেটি থামিয়ে দেন।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীরা দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ‘বাসে থাকা কিছু যাত্রী জানালা দিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিল। পরে ক্ষমা চাওয়ায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।’