বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৮৬ জন মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ।
এ সময় শাজাহানপুর কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাব্বর হোসেন, সদস্য সচিব মো. রশিদুল ইসলাম, স্বপ্নপূরণ পাঠশালা প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শামিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, ফারুক আহমেদ, আল জিহাদ, মেহেদুল ইসলাম, এফরান আলী, নুর মোহাম্মদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গুণীজন উপস্থিত ছিলেন।