লক্ষ্মীপুর: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন বলেছেন, জনগণের দোরগোড়ায় ‘রাষ্ট্র মেরামতের’ বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়া একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণা’ উপলক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ হারুন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন আমরা দেখি, তার বাস্তবায়ন সম্ভব হবে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, বিএনপি নেতা মাশফিকুল হক জয়, বিএনপি নেতা আব্দুর রহিম, জাকির হোসেন মোল্লা ভিপি ইসমাইল বেঙ্গল, মহিবুর রহমান পাটওয়ারী, এজিএস আমজাদ, খায়ের মাল, ছাত্র নেতা হুমায়ুন কবির সাদ্দাম ও কামাল হোসেন প্রমুখ।