Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার পর বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ০০:৩৭

ছবি: সংগহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ফুটবল খেলার পর গুলিতে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ অক্টোবর) মিসিসিপি রাজ্যের ছোট্ট শহর লিল্যান্ড-এর মূল সড়কে মধ্যরাতের দিকে এই গুলির ঘটনা ঘটে।

শহরটি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১২০ মাইল (১৯০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত। লিল্যান্ডের মেয়র জন লি বিবিসিকে এই তথ্য জানান।

মেয়র লি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আকাশপথে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি, তবে পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় হাই স্কুলের বাৎসরিক ‘হোমকামিং’ (যে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়) ফুটবল খেলা উপলক্ষ্যে শুক্রবার লিল্যান্ড শহরে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের সমাগম ছিল। তবে মেয়র নিশ্চিত করেছেন, এই গুলির ঘটনাটি লিল্যান্ড হাই স্কুল ক্যাম্পাসে ঘটেনি।

বিজ্ঞাপন

জন লি বিবিসিকে বলেন, ‘এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে কখনও ঘটেনি। এখানে জনসংখ্যা মাত্র ৩ হাজার ৭০০। আমরা সবাই মিলেমিশে থাকি, আর প্রত্যেকেই একে অপরকে চিনি। তাই আমাদের জন্য এটি একটি চরম দুর্ভাগ্যজনক ঘটনা ‘

এ ছাড়াও, শুক্রবার রাতে মিসিসিপির আরও একটি ছোট শহর হাইডেলবার্গ-এ প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। লিল্যান্ড থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত হাইডেলবার্গ শহরেও তাদের ‘হোমকামিং’ সপ্তাহান্তে এই হামলা হয় এবং এতে দুজন নিহত হন বলে হাইডেলবার্গ পুলিশের প্রধান কর্নেল হোয়াইট অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

তবে লিল্যান্ড এবং হাইডেলবার্গ-এর গুলির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সারাবাংলা/এইচআই

নিহত যুক্তরাষ্ট্র হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর