Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে কী করতে হবে বাংলাদেশকে?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ০৮:২৭

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে জেগেছে শঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে জেগেছিল সিরিজ হারের শঙ্কা। দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজে হেরে বসেছে বাংলাদেশ। আর এতেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে জেগেছে বড় শঙ্কা। কোন সমীকরণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি পৌঁছে যাবে বাংলাদেশ?

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ‍খেলবে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল। বর্তমান র‍্যাংকিংয়ে ৭৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০। বাংলাদেশের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, ৮০ ও ৮৮ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের পক্ষে ইংল্যান্ডকে ছোঁয়া সম্ভব না হলেও ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে শীর্ষ ৮ এ থাকার একটা সুযোগ রয়ে গেছে।

বিজ্ঞাপন

কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও যেখানে শীর্ষ ৮ এ উঠে আসা কিছুটা কঠিন কাজ ছিল, সেখানে প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ জিতলেও তাই ১০ম স্থানেই রয়ে যাবেন মিরাজরা।

র‍্যাংকিংয়ে উন্নতি করতে হলে বাংলাদেশের সামনে শেষ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ। এই সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হারানো ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝের এই সময়ে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অন্যান্য ফরম্যাটের খেলা। ওয়েস্ট ইন্ডিজ এই সময়ের মধ্যে আরও বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে, যেটা তাদের জন্য বাড়তি সুবিধা হয়েই দাঁড়াবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ টি দেশ। এর মধ্যে ৮টি দল সরাসরি যাবে মূল পর্বে। বাকি ৬ দল উঠে আসবে বাছাইপর্ব খেলে। বাংলাদেশ কি পারবে সরাসরি বিশ্বকাপে যেতে? নাকি ১৯৯৯ সালের পর এই প্রথম বাছাইপর্বের লড়াইয়ে নামতে হবে মিরাজ-লিটনদের?

সারাবাংলা/এফএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ-আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর