বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজে ঘুরে দাঁড়ানোর। তবে সেটা তো হয়ইনি, উলটো ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স ‘উপহার’ দিয়েছে বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের কাছে ৮১ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে মেহেদি হাসান মিরাজের দল। ম্যাচ শেষে মিরাজ বলছেন, ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছেন না বলেই দলের এমন হাল।
টার্গেট ছিল মাত্র ১৯১। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সহজ রান তাড়াকে কঠিন করে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৯ রানেই। ৮১ রানের এই পরাজয়ে সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। একই সঙ্গে জেগেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি না খেলতে পারার আশংকাও।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মিরাজ জানালেন, ‘আমার মনে হয়, আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম, কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’
ব্যাটাররা দলের দায়িত্ব নিচ্ছেন না বলেই অভিযোগ করলেন মিরাজ, ‘আমি ছেলেদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’
ওয়ানডেতে টিকে থাকতে ব্যাটিং উন্নতির বিকল্প নেই বলেই জানালেন মিরাজ, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে; ওয়ানডেতে যদি আমরা রান না করি, তাহলে আমরা টিকে থাকতে পারব না। এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরও একটি সিরিজ আছে, এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’