Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৩:২৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

মিশরের রেড সি রিসোর্ট শহর। ছবি: আল জাজিরা

মিশরের রেড সি রিসোর্ট শহর শার্ম আল শেখে এক সড়ক দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত হয়েছেন। কায়রোতে অবস্থিত কাতারি দূতাবাস রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, নিহত তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক দফতর আমিরি দিওয়ান-এ কর্মরত ছিলেন। তারা সরকারি দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন বলে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস দুর্ঘটনাটিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলে বর্ণনা করে জানিয়েছে, এতে আরও দুইজন কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা বর্তমানে শার্ম আল শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শার্ম আল শেখেই সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সেখানে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনেরও কথা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর