রাজবাড়ী: জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখা।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক সুলতানা আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ নোমানী, সেক্রেটারী হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি আবু তাহের বক্তব্য দেন। সমাবেশটি সঞ্চালনা করেন মিজানপুর ইউনিয়ন যুব মজলিসের সেক্রেটারি মুফতি ওহিদুল ইসলাম খলিলী।
সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। ৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-পে-ইং ফিল্ড নিশ্চিত করা। ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে চার্জ পদ্ধতি বাস্তবায়ন।
বক্তারা আরও বলেন, এই দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে।