Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), মো. ইমন (২২), মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেধ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) ও মো. রাজিব(৩৫)।

বিজ্ঞাপন

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

অভিযান চালিয়ে গ্রেফতার পল্লবী থানা