Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, সেই ছিনতাইকারীর স্বীকারোক্তি


২৪ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর হ্যাচকা টানে মায়ের কোল থেকে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় আসামি রাজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার  ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত এ জবানবন্দি গ্রহণ করেন।

আরাফাতের বাবার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরসিংপুর গ্রামে। তার মায়ের নাম আকলিমা বেগম। শাহ আলম-আকলিমার বড় ছেলে আল আমিন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য সবাই ১৮ ডিসেম্বর ঢাকায় আসেন।

সকালে সদরঘাটে নামার পর শাহ আলম বড় ছেলে আল আমিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীরা ট্রাক থেকে আকলিমার হাতে থাকা ব্যাগ থাবা দিয়ে নিয়ে নেয়।

এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওইদিন অজ্ঞাত একজনকে আসামি করে মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দয়াগঞ্জে পুলিশের তল্লাশি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মো. বদরুল আলমকেও প্রত্যাহার করা হয়।

সারাবাংলা/এআই/এমএ/একে

আরাফাত ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর