Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকারদের দখলে কুমিল্লার ফুটপাত ও রাস্তা, ভয়াবহ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:১০

কুমিল্লার রাস্তার যানজটের চিত্র। ছবি: সারাবাংলা

কুমিল্লা: দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা শহর কুমিল্লা জেলা শহরটি ১০ জুলাই ২০১১ সালে ৫৩.০৪ বর্গ কিলোমিটার আয়তন ও ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনে রূপান্তর হয়।

ভৌগলিক অবস্থান, অবকাঠামো ও জনসংখ্যার কারণে এ নগরীর গুরুত্ব অপরিসীম। তবে নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও সীমিত সড়ক অবকাঠামো আজ নাগরিক জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেন, সংকীর্ণ সড়ক সব সমস্যার মাঝেও সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে নগরীর যানজট।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বাদশামিয়া বাজার, রেসকোর্স, পুলিশ লাইন, ঝাউতলা, কান্দিরপাড়, নজরুল এভিনিউ, রাণীরবাজার, টমসমব্রীজ, লাকসাম রোড, মোগলটুলী, রাজগঞ্জ, চকবাজার, ইপিজেড রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে।

বিজ্ঞাপন

যানজটের অন্যতম বড় কারণ হকারদের ফুটপাত ও রাস্তা দখল বসানো অস্থায়ী দোকান। তারা রাস্তার উপর যত্রতত্র পসরা সাজিয়ে রাখায় চলাচলের জায়গা প্রায় অচল হয়ে পড়েছে। এতে যানবাহনের পাশাপাশি পথচারীরাও ভোগান্তিতে পড়েন। প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও কার্যকর ফল মেলেনি। বরং প্রশাসন অভিযান চালিয়ে চলে যাবার পর পরই দোকানীরা আবার বসে যায় স্ব স্ব জায়গায়। সকাল থেকে রাত পর্যন্ত এসব হকারদের কারনে যানজট লেগেই থাকে।

নগরবাসীর অভিযোগ, কাঁচাবাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে সব পণ্য সহজলভ্য হলেও শত শত ভাসমান দোকানীরা এখনো সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারি বাজারগুলো ক্রমেই ক্রেতাশূন্য হয়ে পড়ছে। অন্যদিকে নগরীর রাস্তাঘাট প্রতিদিন যানজটের ফাঁদে আটকে যাচ্ছে।

নগরীর চকবাজারের বাসিন্দা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিতু বলেন, নগরীর যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ না নিলে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো অচিরেই পুরোপুরি ভাসমান দোকানীদের দখলে চলে যাবে। এজন্য জরুরী ভিত্তিতে সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ইসরাত জাহান ইলমা বলেন, ‘কুমিল্লা মহনগরীর যানজটের অনেক কারন রয়েছে। এর মধ্যে অন্যতম কারন হচ্ছে ফুটপাট দখল করে ব্যবসা। পাশাপাশি এ শহরে যে পরিমান মিশুক, ইজিবাইক থাকার কথা রয়েছে তার চেয়ে শতগুন বেশি। ফুটপাট দখল করে হকাররা তো বসে আছেই, এর মাঝে এসব মিশুক, ইজিবাইকগুলো যত্রতত্র দাড়িয়ে যাত্রী উঠানামা করানোও যানজটের কারন। এ নগরীর বাসিন্দা হয়ে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করছি। এ যন্ত্রণা থেকে নগরবাসীদের দ্রুত মুক্তি দিন। এ যানজট নিরশনে স্থায়ী সমাধান করুন, ফুটপাটে হকার বসতে না দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করুন।’

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মো. শাহআলম বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। তারপরও আমরা কিছুদিন পর পর অভিযান পরিচালনা করছি। আমরা নতুন করে কিছু লোকবল ট্রেনিং করিয়ে তৈরি করছি। তারা সব সময় এ কাজে তদারকি করবে, হকাররা যেন রাস্তায় কোনো রকম দোকান বসাতে না পারে। এদের পাশাপাশি আমার কমিউনিটি পুলিশদের ও ব্যবহার করার চিন্তা ভাবনা করছি। নগরবাসীর সুবিধার্থে আমরা দ্রুত সব রকম ব্যবস্থা গ্রহন করবো।‘

সারাবাংলা/জিজি

ফুটপাত ও রাস্তা যানজট হকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর