সুনামগঞ্জ: যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে ছয়জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) রাতে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় চরগাঁও খাসতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইস মিয়ার ছেলে আবুল বাশার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩), কুকুরকান্দি গ্রামের আব্দুছ ছালামের ছেলে শাকিল আহমেদ, আব্দুল আলীমের ছেলে হৃদয় শাহকে (২৪) আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ ঘনফুট বালুসহ দুইটি স্টিলের নৌকা জব্দ করা হয়। এরপর আটকদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বাদাঘাট পুলিশ ফঁড়ির সদস্যরা এবং পরিবেশ অধিদফতরের সুনামগঞ্জ জেলার সহকারী পচিালক মোহাইমিনুল হক।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দেলোয়ার হোসেন জানান, যাদুকাটা নদীর পাড় কেটে সাজাপ্রাপ্ত ছয় আসামিকে রোববার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।