Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৮:২৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৬

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের উপশহর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ করে এই টিকা পাবে। তবে শিশুদের জ্বর থাকলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। এই টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাটি নিরাপদ ও কার্যকর। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর