Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৮:২৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৬

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বান্দরবানে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার। ছবি: সংগৃহীত

বান্দরবান: ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৩টায় এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, ‘আমাদের দাবি আদায়ের জন্য আমরা হরতালের ডাক দিয়েছিলাম এবং বান্দরবানের সর্বস্তরের মানুষ হরতালকে সমর্থন করেছে। কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক আছে। প্রশাসন আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে এবং খুব দ্রুত যেগুলো প্রশাসনের হাতে রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে। তাই আমরা হরতাল প্রত্যাহার করছি।’

বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘যদি বাস্তবায়নের নামে টালবাহানা করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এসএম হাসান ও নাগরিক পরিষদের সিনিয়র নেতারা। বৈঠকে ঘণ্টাব্যাপী আলোচনার পর আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহার করা হয়।

উল্লেখ, গত ৯ অক্টোবর রাজার সনদ বাতিল ব্যাংক লোন চালু জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা চালুসহ ৮ দফা দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় নাগরিক পরিষদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর