Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে সেমিনার

স্পেশাল করেসপডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:৫০

সেমিনারটি বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এ ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ (World Investor Week-2025) উপলক্ষ্যে এক সেমিনার রোববার (১২ অক্টোবর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে ‘Financial Statement Analysis and Its Relevance in Machine Learning-Based Stock Price Prediction’- শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ।

আইওএসসিওর এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূলপ্রতিপাদ্য হলো-‘Technology and Digital Finance, Artificial Intelligence, and Fraud and Scam Prevention।’ উক্ত প্রতিপাদ্যের মধ্যে অন্যতম ‘Artificial Intelligence’ এর উপর ভিত্তি করে এ সেমিনারটি আয়োজন করা হয়।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার মো. সাইফুদ্দিন (সিএফএ)। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসেইন আহমেদ এনামুল হুদা।

বিজ্ঞাপন

প্রধান অতিথি মো. সাইফুদ্দিন (সিএফএ) তার বক্তব্যে বলেন, ‘বিনিয়োগ শিক্ষা বা বিনিয়োগ সচেতনতা একটি চলমান প্রক্রিয়া। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারী। আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে যেতে হবে। তাদেরকে সচেতন ও শিক্ষিত করে তুলতে পারলে আমার তার ইতিবাচক ফল পাব।’

এছাড়া আলোচকগণ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান। সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। সেমিনারটি হাইব্রিড মুডে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিএনপির কাছে ২১ আসন চায় ১২ দল
১২ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

শিশুর খাদ্য কতটা নিরাপদ
১২ অক্টোবর ২০২৫ ১৯:৩৬

আরো

সম্পর্কিত খবর