Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৯:১৭

ডিবি পুলিশের জালে প্রতারণা চক্রের মূল হোতা রাজু মুন্সি। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ায় প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে ২৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে রাজু মুন্সিকে (২৩) ফরিদপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত একটি সিম উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২৭ জুলাই প্রতারক চক্রটি ভুক্তভোগীর জামাতাকে ফোন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেয়। তারা মেধাবৃত্তির টাকা দেওয়ার কথা বলে কৌশলে ব্যাংক হিসাব নম্বর ও মোবাইলে আসা পিন নম্বর সংগ্রহ করে। এরপর বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ সেবা ইনটেক-এর মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে প্রাইম ব্যাংক পিএলসি বড়গোলা শাখা বগুড়ার ওই একাউন্ট থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা তুলে নেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতার রাজু মুন্সি এই প্রতারণা চক্রের মূল হোতা। চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর